জবি ক্যাম্পাসে সবার সহাবস্থান নিশ্চিত করার দাবি সাদা দলের

 বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ্য, সৎ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ, সব ধরনের দুর্নীতি, অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং একমুখী দৃষ্টিভঙ্গি পরিহার করে ক্যাম্পাসে সবার অংশগ্রহণমূলক সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সদস্যরা।

সাদা দলের নবনির্বাচিত কমিটির সদস্যরা রোববার উপাচার্য ইমদাদুল হকের সঙ্গে এক মতবিনিময় সভায় লিখিত আকারে সাতটি দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো, অবিলম্বে অন্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ‘সুপার নিউমারারি’ ও ‘অনারারি’ অধ্যাপকের পদ সৃষ্টির নীতিমালা প্রবর্তনের মাধ্যমে অবসরে যাওয়া অভিজ্ঞ অধ্যাপকদের বিভাগের চাহিদা অনুযায়ী নিয়োগের ব্যবস্থা গ্রহণ; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বয়ংক্রিয়তা, সম্মান ও ঐতিহ্য রক্ষার স্বার্থে অবিলম্বে সমন্বিত গুচ্ছভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনার ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যবস্থা গ্রহণ; বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ; একমুখী দৃষ্টিভঙ্গি পরিহার করে ক্যাম্পাসে অংশগ্রহণমূলক সহাবস্থান নিশ্চিত করা; সব ধরনের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা; নতুন ক্যাম্পাসভিত্তিক বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান ও বর্তমান ক্যাম্পাসকে গুরুত্ব প্রদান; বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ্য, সৎ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ প্রদানের ব্যবস্থা।

Comentarios

Entradas más populares de este blog

Pogba's marabout ridiculed!

10 Forgotten Oscar Winners Over The Years.

You Have To Hide From The Lucky Superhero